ঘোড়াঘাটে শিশু হত্যা : দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কাদিমনগর গ্রামে শিশু পরশকে (৬) অপহরণ করে হত্যার প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট পালন করে ব্যবসায়ীরা। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।
এই দিন ব্যবসায়ীরা শহরে একটি শোকর্যালি বের করে। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজারে এসে শেষ হয়। র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস এম রবিউল ইসলাম রবি। তিনি ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান প্রধানকে প্রত্যাহারের দাবি জানান।
মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় ঘোড়াঘাট কালীপূজা মন্দির থেকে পরশকে একই গ্রামের জিল্লুর ও মামুন অপহরণ করেন। পরে তাঁরা পরশের বাবা কেশব সাহার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। রাতেই কেশব সাহা বাদী হয়ে ঘোড়াঘাট থানায় আটজনের নামে অপহরণ মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে জিল্লুর ও মামুনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁরা পরশকে অপহরণের কথা স্বীকার করে জানান,পরশ তাঁদের লোকজনের হেফাজতে আছে।
ওসি নুরুজ্জামান প্রধান জানান, ওই রাতেই শিশু পরশকে উদ্ধারে বিভিন্ন জায়গায় আসামিদের নিয়ে অভিযান চালানো হয়। কিন্তু শিশুটিকে উদ্ধার করা যায়নি। পরের দিন বৃহস্পতিবার সকালে ঘোড়াঘাট কেন্দ্রীয় কবরস্থান থেকে পরশের লাশ উদ্ধার করা হয়। এ হত্যার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী আসামিদের পাঁচটি বাড়ি পুড়িয়ে দেয়। পরে দিনাজপুর থেকে অতিরিক্ত পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
ওসি আরো জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে দুই নারীসহ সাতজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার জিল্লুর ও মামুনকে সাতদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।