চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় আলাউদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে খুলনা থেকে গোয়ালন্দগামী নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট গ্রামের বাসিন্দা।
নিহত আলাউদ্দিনের ছেলে ইকরামুল হক জানান, আজ সকাল ৬টার দিকে তাঁর বাবা বাড়ি থেকে জরুরি কাজে বের হয়েছিলেন। রেললাইন ধরে চুয়াডাঙ্গা শহরে যাওয়ার সময় পেছন থেকে দ্রুতগামী ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
চুয়াডাঙ্গা স্টেশনের রেলওয়ে পুলিশের (জিআরপি) উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন জানান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খানের কাছ থেকে তথ্য পেয়ে সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থলে যায় পুলিশ। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশটি জিআরপি ফাঁড়িতে আনা হয়। নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য জেলা প্রশাসকের কাছ থেকে লিখিত অনুমতি নেন। অনুমতি সাপেক্ষে আজ দুপুরে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।