নীলফামারীতে ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী ও ক্যানেলে ডুবে ২ শিশুর মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জে তিস্তা সেচ ক্যানেলে ডুবে একই পরিবারের দুই শিশু এবং সদরে ট্রাক্টরচাপায় মোটরসাইকেলের এক আরোহীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২২ আগস্ট) পৃথক দুর্ঘটনায় এই তিনজনের মৃত্যু হয়।
আজ সকাল সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের সদর ইউনিয়নের দক্ষিণ রাজিব হাজীপাড়ায় তিস্তা সেচ ক্যানেলে ডুবে দুই শিশু মৃত্যু হয়। দুপুরের পরে মোটরসাইকেল আরোহী নিহত হন।
মৃত শিশুরা হলো ওই গ্রামের খাদিমুল ইসলামের ছেলে সোহাগ বাবু (১০) ও খাদিমুলের ছোট ভাই মৃত শফিকুল ইসলামের ছেলে সায়েম বাবু (৭)।
স্থানীয়রা জানায়, বাড়ির পাশে তিস্তা প্রধান সেচ ক্যানেলে তারা গোসল করতে যায়। গভীর পানিতে নেমে নিখোঁজ হয়। পরে ক্যানেল থেকে তাদের অচেতন অবস্থায় উদ্দার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো. হোসেন শহীদ সোহারাওয়ার্দি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অপর দিকে সদরের কচুকাটা বন্দরপাড়া এলাকায় বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় রাশেদুল ইসলাম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম কচুকাটা বড়বাড়ি এলাকার মাহাবুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বন্দর থেকে তারকাটা কিনে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন রাশেদুল। পথে নীলফামারীগামী দুটি ট্রাক্টরকে অতিক্রমের সময় তার মোটরসাইকেলটি সামনের ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে তিনি সড়কে পড়ে যান। এ সময় পিছনে থাকা আরেকটি ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠান।
ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে গেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা ন্বেোয়া হবে।