ভারতে পাচারের সময় ‘সুখী বড়ি’ আটক

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় গতকাল শুক্রবার রাতে ১৭ হাজার ৬১০ পাতা জন্মনিয়ন্ত্রণের সুখী বড়ি আটক করেছে বিজিবি। বড়িগুলো বাংলাদেশ সরকার বিনামূল্যে বিতরণ করে।
বিজিবি সূত্র জানায়, বিজিবির ৪৫ ব্যাটালিয়ন কুড়িগ্রামের নারায়ণপুর বিওপির হাবিলদার মো. আলী আহম্মদের নেতৃত্বে শুক্রবার রাতে ওই অভিযান চালানো হয়। টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণপুর সীমান্তের মেইন পিলার ১০৪২ থেকে ১৫০০ গজ বাংলাদেশের ভেতরে বগবতীর চর নামক স্থানে অবস্থান নেয়। পরে একজন লোক মাথায় বস্তা নিয়ে ওই স্থানে আসেন। তিনি টহল দলকে দেখা মাত্রই মাথার বস্তা মাটিতে ফেলে দ্রুত পালিয়ে যান। সেখান থেকে বিজিবি টহল দল ১৭ হাজার ৬১০ পাতা বাংলাদেশের সরকারি সুখী বড়ি আটক করে।
কুড়িগ্রাম ৪৫ ব্যাটালিয়নের পরিচালক মো. জাকির হোসেন জানান, আটক সুখী বড়িগুলোর মূল্য প্রায় ১২ লাখ টাকা। বড়িগুলো কাস্টমস কার্যালয়ে জমা করা হয়েছে।