উলিপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুর উপজেলার হেলিপ্যাডের পাশের গর্ত থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর দেড়টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের শরীরে জ্যাকেট পরা ছিল।
এ ব্যাপারে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন জানান, দুপুরে এলাকার লোকজন হেলিপ্যাডের পাশে একটি গর্তে এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে।
ওসি বলেন, ‘এখনো নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। আশঙ্কা করা হচ্ছে, তাঁকে হত্যা করে লাশ গর্তে ফেলে রাখা হয়েছে। আমরা নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছি।’