নীলফামারীতে ৪ জামায়াত নেতা গ্রেপ্তার

নীলফামারীতে জামায়াতে ইসলামীর চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এঁরা হলেন জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কাজী মফিজুর রহমান (৫৫), একই উপজেলার খুটামারা ইউনিয়ন জামায়াত নেতা মোজাম্মেল হোসেন (৪৬), কিশোরগঞ্জ উপজেলা জামায়াত নেতা মনোয়ার হোসেন (৫৪) ও মুসা মডেল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু তাওয়াফ (৩৫)।
জেলা পুলিশ সুপারের কার্যালয় ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।