দিনাজপুরে অটোরিকশা চালকসহ দুজনের লাশ উদ্ধার

দিনাজপুরের বোচাগঞ্জ ও চিরিরবন্দর উপজেলা থেকে অটোরিকশা চালকসহ দুজনের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, আজ শনিবার সকালে বোচাগঞ্জ উপজেলার মুর্শিদা হাট গ্রামের মৃত হজরত আলীর ছেলে অটোরিকশা চালক আবদুল হাকিমের (৩২) লাশ জালগঞ্জ সেতুর কাছে দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান জানান, উপজেলার জালগঞ্জ সেতুর কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। তাঁর মাথা থেঁতলানো ছিল। অটোরিকশার ব্যাটারি নিয়ে চলে যায় ছিনতাইকারীরা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এদিকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ঘুঘরাতলী আমেনাবাকি স্কুলের সামনে ধানক্ষেত থেকে আজ অজ্ঞাতনামা (৪৫) একজনের লাশ উদ্ধার করেছে চিরিরবন্দর থানা পুলিশ। চিরিরবন্দর থানার ওসি আনিসুর রহমান আনিস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।