প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে প্রাণ গেল যুবকের

প্রতিমা বিসর্জনের সময় খুলনার ফুলতলায় ভৈরব নদে ট্রলার থেকে পড়ে মো. হৃদয় (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টায় সিকিরহাট এলাকায় নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
মৃত হৃদয় ফুলতলার পয়গ্রাম এলাকার স’মিল শ্রমিক মো. জনির ছেলে। তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মো. হৃদয় ট্রলারে করে ভৈরব নদের সিকিরহাট এলাকায় প্রতিমা বিসর্জন দেখতে যান। বিকেলে দুটি ট্রলারের ধাক্কায় তিনজন নদীতে পড়ে যায়। এর মধ্যে দুইজন সাঁতরে তীরে উঠতে পারলেও হৃদয় নিখোঁজ হন।
খবর পেয়ে নগরীর নূরনগর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা গিয়ে তল্লাশি শুরু করে। রাত সাড়ে ৮টার দিকে তাঁর মরদেহ উদ্ধার হয়।