খুলনায় দুর্গোৎসবে অতিরিক্ত মদপানে ছয়জনের মৃত্যু

খুলনায় বিজয়া দশমীর উৎসবে অতিরিক্ত মদপানে মৃত ছয়জনের মধ্যে দুজনের মরদেহ। ছবি : ফোকাস বাংলা
শারদীয় বিজয়া দশমী উদযাপনে অতিরিক্ত মদপানে খুলনার বিভিন্নস্থানে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বুধবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনার সিভিল সার্জন ডা. এস এম আব্দুর রাজ্জাক।
নিহত ব্যক্তিরা হলেন খুলনা গল্লামারির প্রসেনজিৎ সেন (২৯) ও ভৈরব রোডের রাজু বিশ্বাস (২৫), রুপসা উপজেলার পরিমল (৩৭), খুলনার তাপস (৩২), সুজন (৩৬) ও দীপ্ত দাস (২২)।
নিহতদের লাশের ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক পরীক্ষার পর অতিরিক্ত মদপানে তাদের মৃত্যুর কথা স্বীকার করেছেন খুলনার সিভিল সার্জন ডা. এস এম আব্দুর রাজ্জাক।
নিহতদের স্বজনদের হাসপাতালে উপস্থিত থাকতে দেখা গেলেও তারা এ ব্যাপারে কোনো কথা বলেননি।