সুন্দরবনে কথিত বন্দুকযুদ্ধে চার ‘বনদস্যু’ নিহত

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনে কথিত বন্দুকযুদ্ধে চার ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পুলিশের এই এলিট ফোর্সের দাবি, নিহতরা বনের সংগঠিত দস্যুদলের সদস্য।
আজ মঙ্গলবার সকালে র্যাবের পক্ষ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব-৬ জানায়, বনদস্যুদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহতরা হলেন দলের প্রধান আমিনুর রহমান ও তাঁর সেকেন্ড ইন কমান্ড রফিক। এ সময় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন।
এ ছাড়া ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে বলেও জানায় র্যাব।