ডোমারে ‘ইয়াবাসহ’ যুবক আটক

নীলফামারীর ডোমার বাসস্ট্যান্ডে গতকাল শনিবার রাতে ইয়াবা বিক্রির অভিযোগে আরিফুর জামান (১৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি ডোমার উপজেলার ছোটরাউতা গোডাউনপাড়ায়।
ডোমার থানার উপপরিদর্শক (এসআই) খাদেমুল ইসলাম জানান, আরিফুরের কাছ থেকে সাতটি ইয়াবা বড়ি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর সঙ্গী কলেজপাড়ার মতিউর রহমান রুবেল পালিয়ে যায়। রোববার দুপুরে আরিফুরকে জেলহাজতে পাঠানো হয়। পুলিশ আরিফুর ও রুবেলের নামে থানায় মামলা করেছে।