জামালপুরে ট্রাক্টর উল্টে চালক নিহত
জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রাক্টরের চাপায় চালক নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার মাহমুদপুরের ইমামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক্টরচালকের নাম মো. শাহীন (৩৫)। তিনি উপজেলার সাপধরী ইউনিয়নের ফকিরপাড়ার হবিবুর রহমান হবুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার দুপুরে ধানের বস্তাবোঝাই একটি ট্রাক্টর নিয়ে চালক শাহীন ইসলামপুর উপজেলার উলিয়া থেকে মাহমুদপুর বাজারে যাচ্ছিলেন। পথে ইমামপুর এলাকায় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাক্টরের চাপায় চালক শাহীন ঘটনাস্থলেই মারা যান।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।