হিলি সীমান্তে ৫০ কেজি চন্দন কাঠ জব্দ

দিনাজপুরের হিলি সীমান্ত থেকে ৫০ কেজি ভারতীয় চন্দন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চোরাচালানিদের ধাওয়া করে সীমান্তের একটি চালকল এলাকা থেকে এসব কাঠ জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিজিবি জানায়, ভোর ৫টার দিকে হিলি বিওপি ক্যাম্পের হাবিলদার শওকত হোসেনের নেতৃত্বে সদস্যরা সীমান্তের মধ্য বাসুদেবপুরের ইউনাইটেড রাইসমিল এলাকায় নিয়মিত টহলে যান। এ সময় কয়েকজন চোরাচালানি ভারত থেকে দেশে ঢুকে পড়লে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে।
তখন চোরাচালানীরা ৫০ কেজি ভারতীয় চন্দন কাঠের একটি প্ল্যাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি ঘটনাস্থল থেকে চন্দন কাঠের বস্তাটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে বলে জানান ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফজলুর রহমান।
বিজিবি কমান্ডার আরো জানান, জব্দ কাঠ হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হবে। এর মূল্য হবে আনুমানিক সাড়ে ২২ লাখ টাকা।