রাজশাহীতে পিস্তলসহ আটক ১

রাজশাহী মহানগরীতে অস্ত্র-গুলিসহ একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে র্যাব ৫-এর হড়গ্রাম ক্যাম্পের একটি দল মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করে।
আটক ইয়াসিন আলী (১৯) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাগ দুর্গাপুর কানসাট এলাকার বাসিন্দা।
র্যাব-৫ জানায়, দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত আছেন এমন তথ্যের ভিত্তিতে ইয়াসিনকে হাতেনাতে গ্রেপ্তারের জন্য র্যাবের একটি গোয়েন্দা দল তৎপর ছিল।
গতকাল সন্ধ্যায় র্যাব জানতে পারে যে, অস্ত্র ব্যবসায়ী ইয়াসীন আলী অবৈধ অস্ত্র বহন করে বিক্রির উদ্দেশ্যে মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর বাইপাস এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চারটি গুলি এবং একটি মোবাইল ফোনসেটসহ হাতেনাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াছিন দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে র্যাব।