রৌমারীতে জামায়াত-শিবিরের ৮ কর্মী গ্রেপ্তার

কুড়িগ্রামের রৌমারীতে নাশকতা সৃষ্টির আশঙ্কায় জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরের আট কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রৌমারী থানার পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতভর রৌমারী উপজেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিরা নাশকতা সৃষ্টির উদ্দেশে রৌমারী উপজেলা শহরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল বলে পুলিশ জানায়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ঘোরাফেরা করার সময় জামায়াত-শিবিরের আট কর্মীকে আটক করা হয়। আজ শুক্রবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।