সিইসি ঠুটো জগন্নাথ : রব

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘সো কল্ড ঠুটো জগন্নাথ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), যশোরে চার পারসেন্ট লোক ভোট দিতে যায়নি জানুয়ারি মাসে, বললেন ৪০ পারসেন্ট ভোট দিছে। ছি! একটা নির্লজ্জ বেহায়া।’
আজ শনিবার দুপুরে যশোর জেলা জেএসডির কাউন্সিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন আ স ম আবদুর রব। স্থানীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কাউন্সিলে বিশেষ অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন। জেলা সভাপতি মুক্তিযোদ্ধা আবদুস সালামের সভাপতিত্বে কাউন্সিলে আরো বক্তৃতা দেন কেন্দ্রীয় সহসভাপতি এম এ গোফরান, ফকির শওকত, এম এ মান্নান প্রমুখ।
আ স ম আবদুর রব স্থানীয় নির্বাচনে মেয়র ও চেয়ারম্যান পদে দলীয় প্রতীক ব্যবহারের সিদ্ধান্তের সমালোচনা করেন। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, মুক্তিযোদ্ধাদের প্রতীক কী, শিক্ষকদের প্রতীক কী, কৃষক, ডাক্তার, বিজ্ঞানী, বুদ্ধিজীবী, কবির প্রতীক কী? তারা কীভাবে ভোট করবে? তারা কোথায় পাবে হেলিকপ্টার?’
‘(প্রধানমন্ত্রী) কী বিপদ ডেকে আনছেন জানেন? আপনি একজনকে নমিনেশন দেবেন। আপনার দল থেকে বিদ্রোহী প্রার্থী হবে ১০০ জন। সারা বাংলাদেশে, গ্রামেগঞ্জে খুনোখুনি, রক্তারক্তি হবে, বাড়িঘর-দুয়ার কিছু থাকবে না, জ্বলে-পুড়ে ছাই হয়ে তছনছ হয়ে যাবে।’
জেএসডি সভাপতি বলেন, ‘এটা আমার দেশ না, আমি মুক্তিযুদ্ধ করিনি। আপনারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? যাঁরা ক্ষমতায় আছেন তাঁদের কথা বলছি, যাঁরা ক্ষমতায় ছিলেন তাদের কথা বলছি।
তাঁরা কোথায় মুক্তিযুদ্ধ করেছেন? তাঁরা কোথায় ট্যাংক বিমান চালিয়েছেন? যশোর ক্যান্টনমেন্ট যখন দখল করে নিচ্ছে, তখন তাঁরা কোথায় ছিলেন?’
আ স ম রব বলেন, ‘সরকার বলে, বিএনপির সময় নাকি জঙ্গির উত্থান হয়েছিল। এখন কী অবস্থা? আপনার আমলে জঙ্গির উত্থান নয়, উচ্ছ্বাস হচ্ছে। একা প্রতিরোধ করতে পারবেন না। আমরাও একাত্তর সালে একা পারতাম না। জনগণ যদি আমাদের বিপক্ষে থাকত, ভারতের মাটি থেকে হাজার বছর ধরে যুদ্ধ করেও এ দেশ স্বাধীন করতে পারতাম না। সমঝোতা করেন। মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা আছে, ওদের বাদ দিয়ে দেশপ্রেমিক প্রগতিশীলদের সঙ্গে সংলাপে বসেন, আলোচনা করেন। এ ছাড়া পারবেন না।’