সংসদ সদস্য মোকতাদির চৌধুরীকে সংবর্ধনা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/25/photo-1448463393.jpg)
ব্রাহ্মণবাড়িয়ায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে আজ বুধবার নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে অবদান রাখায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ বুধবার বিকেলে নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে মোকতাদির চৌধুরী নাগরিক সংবর্ধনা কমিটি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মুখলেছুর রহমান খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
পৌরসভার পক্ষ থেকে মেয়র সংবর্ধিত সংসদ সদস্যকে চাবি তুলে দেন। পাশাপাশি সংবর্ধনা কমিটি তাঁকে ক্রেস্ট দেন।
জেলার বিভিন্ন স্থান থেকে নানা শ্রেণি-পেশার লোকজন মিছিল নিয়ে অনুষ্ঠানে অংশ নেয়।