যুবলীগের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমরান খানের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে আদর্শ পৌরবাজার গোল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান বিপ্লব, মামুনুর রশিদ, শাহীনুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা মমিনুর রহমান মমিন, রিপন আহমেদ প্রমুখ।
বক্তারা অনতিবিলম্বে কেন্দ্রীয় নেতাসহ জেলা যুবলীগের নেতাদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গতকাল শুক্রবার বিকেলে কুড়িগ্রামের রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন চলছিল। এ সময় যুবলীগের একপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সম্মেলনস্থলে ঢুকে অতর্কিত হামলা চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। হামলায় কেন্দ্রীয় যুবলীগের সাংগাঠনিক সম্পাদক এমরান খানসহ ১০ জন আহত হন।
এ ঘটনায় রাজারহাট থানায় ২৬ জনকে আসামি করে একটি মামলা করেছে রাজারহাট উপজেলা যুবলীগের আহ্বায়ক কুমোদ চন্দ্র বর্মণ। পুলিশ দুজনকে আটক করেছে।
কুড়িগ্রাম জেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল আমিন দুলাল জানান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রেজওয়ানুল হক দুলালের নেতৃত্বে একটি পক্ষ শুক্রবার সম্মেলনে অতর্কিত হামলা চালায়।