সৌদি আরবে তর্কাতর্কির জেরে ভৈরবে মারামারি

সৌদি আরবের রিয়াদে দুই প্রবাসী যুবকের মধ্যে বাসাভাড়া নিয়ে তর্কাতর্কির জেরে ভৈরবে তাদের আত্মীয়-স্বজনরা অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়েছে। দুই দল গ্রামবাসীর সংঘর্ষের সময় অন্তত ২০ জন আহত হয়। এ সময় ১০-১২টি ঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। আহতদের মধ্যে পাঁচজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ রোববার দুপুরে ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের শ্যামপুর গ্রামের ওসমান গনি ও হাফিজুর রহমান বংশের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের শ্যামপুর গ্রামের ওসমান গনি বংশের উজ্জ্বল এবং হাফিজুর রহমান বংশের মুর্শিদ সৌদি আরবের রিয়াদে একই বাসায় ভাড়া থাকেন। দু-তিনদিন আগে এই দুই যুবকের মধ্যে বাসাভাড়া নিয়ে তর্কাতর্কি হয়।
গতকাল শনিবার উজ্জ্বল ও মুর্শিদ গ্রামের বাড়িতে তাদের পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। এতে রাতেই উত্তেজিত দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই সূত্র ধরে আজ দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের শতাধিক লোক একে অন্যের ওপর হামলা চালায়।