ভাসমান মার্কেট বানিয়ে হকারদের পুনর্বাসন করা হবে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার শততম দিন পূর্ণ করেছেন আ জ ম নাছির উদ্দীন। এ উপলক্ষে আজ সোমবার সকালে সিটি করপোরেশনের আবদুস সাত্তার মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তিনি।
এ সময় মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিক্ল্পনার পাশাপাশি নালা ও খালের অবৈধ স্থাপনা দূরীকরণ ও মাঠ পর্যায়ের জরিপকাজ শুরু হয়েছে। যানজটমুক্ত নগরী ও অবৈধ হকার উচ্ছেদে কাজ শুরু হয়েছে। তবে বিকল্প উপায়ে ভাসমান হকার মার্কেট তৈরি করে নগরীতে হকার পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
সংবাদ সম্মেলনে বন্দরনগরী চট্টগ্রামকে বিশ্বমানের নগরীতে পরিণত করতে নানা উদ্যোগের কথা জানান মেয়র। তিনি বলেন, সিটি করপোরেশনে দায়িত্ব অবহেলা, অনিয়ম ও দুর্নীতির দায়ে এরই মধ্যে ৩১ কর্মচারীকে চাকরিচ্যুতসহ নানা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ সময় মেয়র জানান, সিটি করপোরেশনের ১২ কর্মচারী সাবেক এক মেয়রের বাসায় পাঁচ বছর ধরে কাজ করতেন। এ ধরনের নানা অনিয়ম দূর করা হয়েছে। এ ছাড়া নামমাত্র মূল্যে সিটি করপোরেশনের বেহাত হওয়া জমি উদ্ধার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নানা অনিয়ম দূর করার কথা জানান মেয়র নাছির।
এ ছাড়া স্বাস্থ্য বিভাগের মান উন্নত, নজরদারি বাড়ানো ও চিকিৎসা ফি ২০ টাকা থেকে কমিয়ে ১০ টাকা করা হয়েছে বলে জানান মেয়র আ জ ম নাছির।