রাজশাহীতে গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার, আটক ৩

রাজশাহীর চারঘাট উপজেলার বালাদিয়াড় গ্রামে রূপা বেগম (২৭) নামের এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
রূপা বেগম বালাদিয়াড় গ্রামের রহিদুল ইসলামের স্ত্রী। তাঁর লাশ উদ্ধারের পর ঘটনাস্থলের আশপাশ থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। তাঁদের নাম জানা যায়নি।
পুলিশের ভাষ্য, সকাল ৯টার দিকে গাছ থেকে নারিকেল পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষের সময় রূপা বেগমকে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ সংঘর্ষে আহত হন চারজন। তাঁরা হলেন পলান সরকার, তাহাজুল, হাশেম ও সুনীল। তাঁদের চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চারঘাট মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, বালাদিয়াড় গ্রামে পৈতৃক সম্পত্তি নিয়ে চাচাতো ভাই পলান সরকার ও বিষু সরকারের মধ্য বিরোধ চলছিল। সকালে পলান বিরোধপূর্ণ জমিতে থাকা একটি গাছের নারিকেল পাড়তে গেলে বিষু দলবল নিয়ে তাঁকে বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পলানের ছেলে রহিদুলের স্ত্রী রূপা বেগম এগিয়ে গেলে বিষু ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, রূপা বেগমের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরো বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।