রাষ্ট্রীয় মর্যাদায় সৈয়দ ওয়াহিদুল ইসলামের লাশ দাফন

বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছোট ভাই, মুক্তিযুদ্ধের সংগঠক ও কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ ওয়াহিদুল ইসলাম পট্টু মিয়ার দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।
আজ বুধবার জোহরের নামাজের পর জেলা শহরের শহীদী মসজিদে প্রথম জানাজা এবং গ্রামের বাড়ি সদর উপজেলার যশোদল ইউনিয়নের বীর দামপাড়ায় আছরের নামাজের পর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে। এ সময় মরহুমের ভাতিজা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।
রাজনীতিবিদ, ব্যবসায়ী, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। এর আগে চাচার মৃত্যু সংবাদে সৈয়দ আশরাফুল ইসলাম দুপুর সাড়ে ১২টায় কিশোরগঞ্জে পৌঁছেন। তিনি খরমপট্টি এলাকায় মরহুমের বাসভবনে গিয়ে তাঁর কফিনের ওপর জাতীয় পতাকা বিছিয়ে দিয়ে এবং পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, মঙ্গলবার রাত সোয়া ১১টায় সৈয়দ ওয়াহিদুল ইসলাম নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ স্পিকারের দায়িত্ব গ্রহণের পর থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সৈয়দ ওয়াহিদুল ইসলাম জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর মৃত্যু সংবাদে কিশোরগঞ্জে শোকের ছায়া নেমে আসে এবং সর্বস্তরের মানুষ তাঁর বাসভবনে ছুটে যান।