বিএনপি নেতার ভাই আ. লীগের প্রার্থী, কালকিনিতে গণপদত্যাগ

আসন্ন পৌরসভা নির্বাচনে সুপারিশ করা প্রার্থীকে দলীয় মনোনয়ন না দেওয়ায় মাদারীপুরের কালকিনি উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গণপদত্যাগ করেছেন।
আজ বুধবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গণপদত্যাগের ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী, সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুকসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
সংবাদ সম্মেলনে নেতারা জানান, কালকিনি পৌরসভা নির্বাচনে উপজেলা ও পৌর আওয়ামী লীগ থেকে চারজন প্রার্থীকে দলীয় মনোনয়নের জন্য জেলা আওয়ামী লীগের কাছে সুপারিশ করা হয়েছিল।
অথচ কেন্দ্রীয় আওয়ামী লীগ সেই চারজনের মধ্যে কাউকে মনোনয়ন না দিয়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক এমরাত হোসেন হাওলাদারের ছোট ভাই এনায়েত হোসেন হাওলাদারকে দলীয় মনোনয়ন দেয়।
কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুক বলেন, কালকিনি পৌরনভার মেয়র পদে কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক সোহেল রানা মিঠু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ ও উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান বুলেটের নাম প্রস্তাব করেছিলাম। কিন্তু জেলা আওয়ামী লীগ আমাদের নেতা-কর্মীদের প্রস্তাবকৃত নামের মধ্যে কাউকে মনোনয়ন না দিয়ে জেলার নেতাদের মনোনীত প্রার্থীকে নৌকা প্রতীক দেওয়ার জন্য কেন্দ্রে সুপারিশ করেছে।
এ কারণেই উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং তার সব অঙ্গ সংগঠনের সবাই পদত্যাগ করেছেন। জেলা আওয়ামী লীগের কাছে দপ্তর সম্পাদকের মাধ্যমে পদত্যাগপত্র পাঠানো হয়েছে বলে জানান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।