২ ডিসেম্বরকে জাতীয় ফোকলোর দিবস ঘোষণার দাবি

২ ডিসেম্বরকে জাতীয় ফোকলোর দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফোকলোর বিভাগ। আজ বুধবার বিভাগের সপ্তদশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এ দাবি জানানো হয়।
অনুষ্ঠানে ফোকলোর বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ফোকলোর বিভাগ সর্ব প্রথম ১৯৯৮ সালের দুই ডিসেম্বরে রাবিতেই চালু হয়। আর এই ফোকলোরই পারে আমাদের নিজস্ব সংস্কৃতি রক্ষা ও আত্মপরিচয় ধরে রাখতে। তাই আমরা ২ ডিসেম্বরকে জাতীয় ফোকলোর দিবস ঘোষাণার দাবি জানাই।’
সকাল সাড়ে ১০টার দিকে সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সামনে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন রাবির সাবেক উপাচার্য আব্দুল খালেক। বিভাগের শিক্ষক হাবিবুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি অধ্যাপক মোর্বারা সিদ্দিকা। এ অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম কনক।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান। বিশেষ অতিথি ছিলেন জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন, বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল জলিল, অধ্যাপক আবুল ফজল ও বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইফুদ্দিন চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভাগের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিভাগের সামনে এসে শেষ হয়। দিনটি উদযাপন উপলক্ষে বিকেলে বিভাগের সামনে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।