কিশোরগঞ্জের দুই ‘রাজাকারের’ বিরুদ্ধে অভিযোগ দাখিল

মানবতাবিরোধী অপরাধে কিশোরগঞ্জের মোসলেম প্রধান ও সৈয়দ মো. হুসাইনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে ছয়টি অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। প্রাথমিক শুনানি শেষে এসব অভিযোগ আমলে নেওয়া হবে কি না, এ বিষয়ে আদেশের জন্য আগামী ২৯ ডিসেম্বর দিন রেখেছেন ট্রাইব্যুনাল।
আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনালের বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ দিন ধার্য করেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি শাহীনুর ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দী। এর আগে সকালে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ অভিযোগ দাখিল করেন।
এ বিষয়ে ব্যারিস্টার তুরিন আফরোজ এনটিভি অনলাইনকে বলেন, ‘কিশোরগঞ্জের দুই রাজাকারের বিরুদ্ধে অভিযোগ আদালতে দাখিল করা হয়েছে। দুজনের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, লুণ্ঠন, ধর্ষণ, অপহরণ, নির্যাতনসহ ছয়টি অভিযোগ আনা হয়েছে।’
এরই মধ্যে মোসলেম প্রধান গ্রেপ্তার হলেও সৈয়দ মো. হুসাইন বর্তমানে মালয়েশিয়ায় রয়েছেন। তাঁর বিরুদ্ধে রেড অ্যালার্টও জারি আছে।
গত বছরের ১৩ নভেম্বর সৈয়দ মো. হুসাইনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে একটি অভিযোগ দাখিল করা হয়। ওই অভিযোগের তদন্তকালে মোসলেম প্রধানের নাম আসে বলে জানান প্রসিকিউটর তুরিন আফরোজ। এর আগে এ দুজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
মামলার নথি থেকে জানা যায়, সৈয়দ মো. হুসাইনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় হলেও একাত্তরে মুক্তিযুদ্ধের সময় কিশোরগঞ্জে ছিলেন তিনি। মোসলেম কিশোরগঞ্জের নিকলী থানার বাসিন্দা। দুজনের বিরুদ্ধে নিকলীতে মানবতাবিরোধী সংঘটনের অভিযোগ রয়েছে। এ মামলার তদন্ত কর্মকর্তা হরি দেবনাথ গত বছরের ১৩ নভেম্বর থেকে চলতি বছরের ৭ সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে তদন্তকাজ সম্পন্ন করেন।
এ দুজনের বিরুদ্ধে মোট ১৬১ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনের সঙ্গে মোট ৪৩৯ পৃষ্ঠার নথি রয়েছে। প্রতিবেদনে সাক্ষীর জবানবন্দি, ঘটনাস্থলের খসড়া মানচিত্র, সূচি, ঘটনাস্থলের স্থিরচিত্র প্রসিকিউশনে জমা দেওয়া হয়েছে।