রাজশাহীতে আটদিনব্যাপী ত্রিদেশীয় নাট্যোৎসব শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) মিলনায়তনে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে আটদিনব্যাপী ত্রিদেশীয় নাট্যোৎসব। রাজশাহী থিয়েটারের ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই নাট্যোৎসবে ভারত, নেপাল ও বাংলাদেশের মোট ১৩টি নাট্যদল অংশগ্রহণ করবে।
আজ শুক্রবার বিকেল ৪টায় রামেক মিলনায়তনে এই নাট্যোৎসবের উদ্বোধন করেন ভাষাসৈনিক আবুল হোসেন। সমাপনী অনুষ্ঠান ১১ ডিসেম্বর রাবির কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নাটক মঞ্চায়নের আহ্বায়ক ও রাজশাহী থিয়েটারের সদস্য কানাই বলেন, ‘নাটকের দর্শক তৈরি করতেই এ উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে বাংলা নাটকের পাশাপাশি বিদেশি নাটক প্রদর্শনের মাধ্যমে তাদের নাটকের সঙ্গে আমাদের নাটকের দুর্বলতা, সবলতার দিকগুলো আরো পরিষ্কার করতে চাই।’ নাট্যোৎসবে ভারতের চারটি, নেপালের একটি ও বাংলাদেশের আটটি দল প্রায় ২০টির মতো নাটক মঞ্চায়ন করবে বলেও জানান তিনি।
রাবি ও রামেকে আলাদাভাবে নাটক মঞ্চায়ন প্রসঙ্গে কানাই বলেন, ‘রাজশাহী শহরে অনুষ্ঠান করা হলে দেখা যায় রাবি নিশ্চুপ হয়ে আছে। তাই শহরের সংগঠন ও বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলো যেন একযোগে কাজ করতে পারে সে জন্যই শহরে রামেক ও শহরের বাইরে রাবিতে নাটক মঞ্চায়ন করা হচ্ছে। এর মাধ্যমে একটা নাট্য-বন্ধুত্ব তৈরি করাও আমাদের উদ্দেশ্য।’