ব্রাহ্মণবাড়িয়ার ইজতেমায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/12/04/photo-1449240265.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর তীরবর্তী শালগাঁও কালিসীমা গ্রামের চৌদ্দ মৌজা ঈদগাহ মাঠে তাবলিগ জামাতের ইজতেমা হচ্ছে। আজ শুক্রবার দ্বিতীয় দিনে কয়েক লাখ মুসল্লি একসঙ্গে পবিত্র জুমার নামাজ আদায় করেন। অনেকে মাঠে জায়গা না পেয়ে নদীর দুই তীরে ও নৌকায় বসে নামাজ আদায় করেন।
জুমার নামাজ আদায়কে কেন্দ্র করে সকাল থেকেই ইজতেমা মাঠে মুসল্লিদের ঢল নামে। ইজতেমা এলাকায় তীব্র যানজট সৃষ্টি হওয়ায় অনেকে নৌকায় করে নামাজ আদায় করতে ইজতেমা মাঠে আসেন।
তিনদিনব্যাপী এই ইজতেমাকে কেন্দ্র করে ইজতেমা মাঠ ও এর আশপাশ এলাকায় জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তাব্যবস্থা। ইজতেমায় আসা দেশি-বিদেশি মুসল্লিদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ছয় শতাধিক সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ইজতেমা মাঠ ও এর আশপাশ এলাকায় স্থাপন করা হয়েছে ক্লোজসার্কিট (সিসি) ক্যামেরা।
গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ইজতেমা আগামীকাল শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।