রাবির হলে গুলি, ককটেল বিস্ফোরণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বখস হলে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাও জানা যায়নি।
হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার রাতে ১০ মিনিটের ব্যবধানে একটি গুলি ও পরপর চারটি ককটেল বিস্ফোরণের বিকট শব্দ পাওয়া যায়। এতে হলে আতঙ্ক ছড়িয়ে পড়লে কেউ নিজ কক্ষ থেকে বাইরে বের হননি।
হলের তিন নম্বর ব্লকের ছাদ এবং দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে এসব বিস্ফোরণ এবং গুলির শব্দ পাওয়া গেছে বলেও জানান তারা।
এদিকে রাত পৌনে ১টার দিকে হল শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম বনি, সাধারণ সম্পাদক মাসুদ রানা ও শহীদ হবিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশীদের নেতৃত্বে ছাত্রলীগের ২০-২৫ জন নেতা-কর্মী হলের তৃতীয় ব্লকের বিভিন্ন কক্ষে তল্লাশি চালায় ও শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করে।
মাদার বখস হল শাখা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি রবিউল ইসলাম বনি বলেন, ‘কে বা কারা এ কাজ করেছে জানা যায়নি। আমরা খোঁজ করে দেখছি। হল প্রশাসনের সঙ্গে এ বিষয়ে কথা বলব। এই হলে থাকার অনুমতি নেই এমন কেউ হলে থাকলে তাদের বের করে দেওয়ার কথা বলব।’
হল প্রাধ্যক্ষ অধ্যাপক তাজুল ইসলাম বলেন, ‘আমি প্রক্টরের সঙ্গে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।’