ভৈরবে বিএনপির মেয়র পদপ্রার্থীর বিরুদ্ধে প্রতিপক্ষের মামলা

কিশোরগঞ্জের ভৈরব পৌর নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ও বর্তমান মেয়র হাজি মো. শাহীনকে প্রধান আসামি করে দুই শতাধিক নেতা-কর্মীর নামে মামলা করা হয়েছে।
রুবেল নামের এক পরিবহন ব্যবসায়ী নিজেদের নেতা-কর্মীদের ওপর হামলা ও মারধরের অভিযোগে গতকাল শুক্রবার রাতে ওই মামলা করেন। রুবেল সংস্কারপন্থী হওয়ার অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ও ভৈরব উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন পক্ষের কর্মী।
মামলাটি দায়েরের পর পুলিশ বিএনপি দলীয় নেতা-কর্মীর বাড়িতে তল্লাশি চালায় বলে অভিযোগ করেছে দলটি।
এদিকে গতকাল শুক্রবার রাতে শহরের জগন্নাথপুর এলাকা থেকে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পৌর বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. আরিফুর রহমান খোকনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছিল। তবে আজ শনিবার সকালে খোকনকে রুবেলের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।
গত ৩০ নভেম্বর সোমবার আসন্ন পৌর নির্বাচনের প্রার্থী মনোনীত করার বিষয়ে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য মো. শরীফুল আলমের উপস্থিতিতে তাঁর নিজস্ব বাংলোতে সভা আহ্বান করে বিএনপি।
সভা চলাকালে গিয়াস উদ্দিন পক্ষের নেতা ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সাদেক হোসেনের নেতৃত্বে একদল যুবক ওই সভায় হামলা চালায়। তখন দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে শরীফুল আলম এক ঘণ্টারও বেশি সময় অবরুদ্ধ থাকেন। বিবদমান দুই পক্ষ ঢাকা-সিলেট মহাসড়কে মারমুখী অবস্থানে থাকায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং শরীফুল আলমকে নিরাপদে ঘটনাস্থলে ত্যাগে সহায়তা করে।
হামলাকারীদের পক্ষে মামলা হওয়া এবং নেতা-কর্মীদের পুলিশি হয়রানির অভিযোগ এনে মেয়র হাজি শাহীন এনটিভি অনলাইনকে জানান, নির্বাচনের পরিবেশকে ঘোলাটে করে একটি পক্ষ ফায়দা লোটার জন্য ক্ষমতাসীন দলের এজেন্ডা বাস্তবায়নে নেমেছে। এরই ধারাবাহিকতায় গত সোমবার বিএনপির সভায় হামলা ও শুক্রবার রাতে মামলা হয়।