ভৈরবে বিএনপির ৩৬ নেতাকর্মীর জামিন

ভৈরব পৌরসভায় বিএনপির মেয়র পদপ্রার্থী হাজি মো. শাহীনসহ ৩৬ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার দুপুরে কিশোরগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আবদুস সালাম খানের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন ওই ৩৬ জন। পরে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।
একই মামলায় ভৈরব উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. ইকবাল হোসেনের জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
ভৈরব বিএনপির বহিষ্কৃত নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন গ্রুপের কর্মী ও পরিবহন ব্যবসায়ী রুবেল ওই ৩৬ জনের বিরুদ্ধে মামলা করেছিলেন।
গত সোমবার ভৈরবে বিএনপির ডাকা পৌর নির্বাচনী সভায় গিয়াস উদ্দিন পক্ষের নেতা ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সাদেক হোসেনের নেতৃত্বে একদল যুবক হামলা চালায়। এ নিয়ে দুটি পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়।
ঘটনার চারদিন পর গিয়াস উদ্দিন গ্রুপের কর্মী ও পরিবহন ব্যবসায়ী রুবেল বাদী হয়ে হামলা-ভাঙচুরের অভিযোগে শুক্রবার রাতে মামলা করেন। ওই মামলায় প্রধান আসামি করা হয় বর্তমান মেয়র ও আসন্ন পৌর নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী হাজি মো. শাহীনকে। মামলায় ৫৬ জনের নাম উল্লেখসহ দুই শতাধিক বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়।