রাজশাহীতে শেষ দিনে ১০ মেয়র পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল

যাচাই ও বাছাইয়ের শেষ দিনে আজ রোববার রাজশাহীর সাতটি পৌরসভায় ১০ জন মেয়র পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা। এ ছাড়া পুঠিয়া পৌরসভায় আওয়ামী লীগের এক বিদ্রোহী মেয়র পদপ্রার্থী তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
আজ রোববার সকাল ১০টা থেকে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে বাছাই কার্যক্রম শুরু হয়। সেখানে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থীদের উপস্থিতিতে তাঁদের মনোনয়নপত্রে দেওয়া তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে দেখা হয়।
এ সময় দুর্গাপুর পৌরসভায় তিন মেয়র পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এঁরা হলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী সৈয়দ জামাল উদ্দিন, জাতীয় পার্টির আজাহার আলী ও ওয়ার্কার্স পার্টির শামিমুল ইসলাম।
বাগমারার তাহেরপুর পৌরসভায় তিন মেয়র পদপ্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। এঁরা হলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী এস এম আরিফুল ইসলাম আরিফ, শামসুন্নাহার ও আবদুল আলীম বাবু। রিটার্নিং কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ‘আব্দুল আলিম বাবুর জমা দেওয়া ১০০ জন ভোটারের সইয়ের অধিকাংশের মিল পাওয়া যায়নি। এস এম আরিফুল ইসলামের ১০০ জন ভোটারের মধ্যে একজন পৌরসভা এলাকার বাইরের ভোটার। আর শামসুন্নাহার তার হলফনামায় সই করেননি।
পুঠিয়া পৌরসভায় দুই মেয়র পদপ্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়। এঁরা হলেন স্বতন্ত্র পদে জামায়াতে ইসলামীর নেতা আহাদ আলী ও বিএনপির বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম। এ ছাড়া এ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল মালেক তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে নেন। নওহাটা পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাফিজুর রহমান ও আফজাল হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এর আগে মনোনয়নপত্র যাচাই ও বাছাইয়ের প্রথম দিন গতকাল শনিবার রাজশাহীতে চারজন মেয়র পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
রাজশাহীর ১৩টি পৌরসভায় মেয়র পদে ৭৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। গত দুইদিনে ১৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় বর্তমানে মেয়র পদে বৈধ প্রার্থীর সংখ্যা ৬০ জন।