ভৈরবে ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে ফেনসিডিলসহ গ্রেপ্তার হওয়া জাহিদুল ইসলাম জাবেদ। ছবি : এনটিভি
কিশোরগঞ্জের ভৈরবে ৫০ বোতল ফেনসিডিলসহ জাহিদুল ইসলাম জাবেদ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ সোমবার সকালে ভৈরব রেলওয়ে জংশন স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের পশ্চিম পাশ থেকে কিশোরগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ নূরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে জাবেদকে গ্রেপ্তার করেন।
জাবেদের বাড়ি ভৈরব শহরের বউবাজার এলাকায়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।