রাজশাহীর গোদাগাড়ীতে শীতার্তদের পাশে এনটিভি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দরিদ্র লোকজনের মধ্যে কম্বল বিতরণ করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি।
গতকাল সোমবার দুপুরে উপজেলার রিশিকূল ইউনিয়নের ঝিকড়াপাড়া গ্রামে ২০০ কম্বল বিতরণ করা হয়।
ঝিকড়াপাড়া গ্রামের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোতে এনটিভির উদ্যোগের প্রশংসা করেন স্থানীয় প্রভাবশালী লোকজন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক এম হাছানাত আলী বলেন, “প্রথম জেনারেশনের বেসরকারি টেলিভিশন চ্যানেল হিসেবে তার যে মূল ‘স্লোগান সময়ের সাথে আগামীর পথে’, আমি মনে করি আজ শীতার্তদের পাশে দাঁড়িয়ে এনটিভি সেই স্লোগানের যথার্থতা প্রমাণ করেছে।”
রিশিকূল ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রতিবারের মতো এবারো এনটিভি শীতার্ত মানুষের পাশে এগিয়ে এসেছে। এ জন্য এনটিভি পরিবারের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আরো প্রত্যন্ত অঞ্চলগুলোতে এনটিভি আরো ঘন ঘন যাক এবং শীতার্ত মানুষের পাশে দাঁড়াক, এ প্রত্যাশা করছি।’