আগরতলায় নির্বাচন, আখাউড়া বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/12/09/photo-1449641267.jpg)
ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার পৌর নির্বাচন উপলক্ষে বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার সকাল থেকে এ বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়।
তবে পাসপোর্টধারী বৈধ যাত্রীরা এ স্থলবন্দর দিয়ে দুই দেশে যাতায়াত করতে পারবেন।
আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মিজানুর রহমান জানান, আগরতলা পৌর নির্বাচন উপলক্ষে দুই দেশের আমদানি-রপ্তানি আজ বন্ধ রয়েছে। তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে পুনরায় বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।