ময়মনসিংহের আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার রেজাউল করিম ওরফে আক্কাসসহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ বুধবার প্রসিকিউশনের করা এক আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে দুই সদস্যের বেঞ্চ পরোয়ানা জারি করেন। বেঞ্চের অন্য সদস্য বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দী।
আজ আদালতে শুনানি করেন প্রসিকিউটর মোহাম্মদ আলী। তাঁর সঙ্গে ছিলেন আবুল কালাম আযাদ।
এ বিষয়ে প্রসিকিউটর মোহাম্মদ আলী এনিটভি অনলাইনকে বলেন, মামলার তদন্ত ও গ্রেপ্তারের স্বার্থে সব আসামির নাম প্রকাশ করা যাচ্ছে না।
আসামিদের গ্রেপ্তার করার অনুমতি চেয়ে আজ সকালে ট্রাইব্যুনালে আবেদন করেন প্রসিকিউটর মোহাম্মদ আলী। ওই আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদনটি মঞ্জুর করেন এবং আসামিদের গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করেন।
আসামিদের বিরুদ্ধে গত ৪ মে থেকে তদন্ত শুরু করেছেন মামলার আইও এএসপি রুহুল আমীন।
প্রাথমিক তদন্তে আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নির্যাতন, লুট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।