ট্রাক নিয়ে বেরিয়েছিল চাল ডাকাতির জন্য!
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/12/10/photo-1449742982.jpg)
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাতির ঘটনায় ১৮ জন অংশ নিয়েছিল বলে জানিয়েছেন এ ঘটনায় আহত তিনজন। তাঁদের দাবি, এদের কয়েকজন ট্রাকে করে এসেছিল ময়মনসিংহ থেকে। ময়মনসিংহ থেকে ঢাকা হয়ে তাঁরা আড়াইহাজার যান। এর আগে তাঁরা আরো কয়েক জায়গায় ডাকাতির চেষ্টা করেন। কিন্তু পারেননি। পরে উপজেলার পুড়িন্দা বাজারে ডাকাতির চেষ্টা করেন তাঁরা।
লোকজন টের পেয়ে তাদের গণপিটুনি দেয়। এতে আটজন নিহত হন। আহত হন আরো তিনজন।
urgentPhoto
আজ বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত আটজনের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন রাজীব (২৫), রুবেল (২৫), জুয়েল ওরফে টিটো (৩০) ও শওকত (২৮)।
আহত অবস্থায় সজীব, সাব্বির ও মানিককে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। পরে তাঁদের ঢাকায় পাঠানো হয়। এ তিনজনই কথা বলেছেন এনটিভি অনলাইনের সঙ্গে।
‘আমরা ১৮ জন আসি’
ডাকাতির ঘটনায় ব্যবহৃত ট্রাকটির চালক সাব্বির এনটিভি অনলাইনকে জানান, ‘আরবপুর বাজার (ময়মনসিংহ) থেকে রাত ১টার দিকে গাড়ি টান দেয়। আমরা ১৮ জন ছিলাম। আরো দুই-তিন জায়গায় গেলেও কাজ (ডাকাতি) করতে পারেনি। পরে এখানে এসে কাজ শুরু করে। এক মুরুব্বিকে বেঁধে পেটানো হয়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন চলে আসে। আমি তখন গাড়িতে বসা ছিলাম। এটা ফজরের আজানের পরের ঘটনা। পরের ঘটনা আমি আর জানি না।’
আহত আরেকজন মানিক জানান, তাঁকে চালের বস্তা ওঠানোর জন্য ভাড়া করে নিয়ে আসা হয়েছিল।
সজীব নামের একজন নিজেকে রংমিস্ত্রি বলে পরিচয় দেয়। সে ময়মনসিংহের মরাকুড়ি বাজারে কাজ করে। মধ্য বাড়েরা এলাকায় বাড়ি। বন্ধু শওকত ও টিটোর সঙ্গে তাকে এখানে নিয়ে আসা হয়েছে বলেও জানায় সজীব।
শওকত ও টিটো গণপিটুনিতে মারা গেছে। টিটোর দোকান ছিল। বন্ধুরা সজীবকে চাকরির কথা বলে ঢাকায় নিয়ে আসে। রাতে মহাখালী থেকে সায়েদাবাদ হয়ে সবাই আড়াইহাজারে আসে বলে জানায় সজীব।
‘বলে, গফুর মিয়ার চাল আসছে’
ঘটনার বর্ণনা দিতে গিয়ে ভাই ভাই ট্রেডার্সের নিরাপত্তারক্ষী এনটিভি অনলাইনকে বলেন, “ভোর সাড়ে ৪টার দিকে তারা আমাকে বলে, ‘গফুরের চাল আসছে। দোকান খুলে দেন।’ আমি বলি, আসলে আসছে। তখন আমি তালা দেখার জন্য গুদামের দিকে যাই। এর মধ্যেই দুজন আমাকে পাঞ্জা দিয়ে ধরে ফেলে। আমি জোর করে ছুটে যাই। সঙ্গে সঙ্গে আরো পাঁচ/ছয়জন এসে আমার হাত পিছমোড়া করে বেঁধে ফেলে। পা আর মুখও বেঁধে ফেলে।”
‘জামান নামের আরেকজনকেও আমার মতো বাধা হয়। তাঁকেও সেখানে ফেলে রাখা হয়। আমাদের গলায় দুজন করে মোট চারজন ছুরি নিয়ে বসে থাকে। জামান ধীরে ধীরে তাঁর বাঁধন খুলে ফেলেন। ডাকাতরা একটু অন্যদিকে গেলেই তিনি দৌড় দেন’, যোগ করেন ওই নিরাপত্তারক্ষী।
ওই নিরাপত্তারক্ষী আরো বলেন, ‘পরে জনগণ এসে আমাকে মুক্ত করে।’
ঘটনাস্থলে উপস্থিত এক যুবক বলেন, মারার সময় তাঁরা বাজারের পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়। তখন দুই-তিনজন পুকুরে নেমে সেখানে তাদের খোঁজ করে। কিন্তু পায়নি। পরে আমি ডুব দিই। তখন আমার হাতে লাগে। পরে তাদের লাশ নিয়ে উঠি।’
‘গুদামের তালা কেটে ট্রাক দিয়ে মালামাল নিয়ে যাচ্ছে’
গুদামের মালিক হাজি এম এ গফুর মিয়ার এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি ফজরের নামাজ পড়তে উঠি। তখন বাজার থেকে একজন ফোন দিয়ে বলে, আপনার গুদামের তালা কেটে ট্রাক দিয়ে মালমাল নিয়ে যাচ্ছে। আপনি তাড়াতাড়ি আসেন। আমি সাইকেলে করে বাড়ি থেকে রওনা দিই। আমার সঙ্গে ম্যানেজার ছিল।’
গফুর মিয়া আরো বলেন, ‘আমি বাজারে এসে দেখি, ঘরের তালা কাটা। এর পর থেকেই লোকজন আসতে শুরু করে। এর পর থেকে আমি এখানেই আছি।’
এর আগে লোকজন মসজিদের মাইক থেকে ডাকাত আসার কথা ঘোষণা দেয়। যে দুজনকে ডাকাতরা বেঁধে ফেলেছিল, তাদের একজন ছুটে গিয়ে গ্রামের একজনকে খবর দেয় বলে জানান গফুর মিয়া।
সংগঠিত ডাকাতি মনে হচ্ছে : পুলিশ
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘একটি সংঘবদ্ধ দল পুড়িন্দা বাজারে ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী হাজি এম এ গফুর মিয়ার চালের গুদামে ডাকাতি করছিল। এ সময় লোকজন বিষয়টি টের পায়। তারা মাইকে ঘোষণা দিয়ে ডাকাতির বিষয়টি এলাকাবাসীকে জানায়। তারপরই লোকজন লাঠিসোটা নিয়ে ডাকাত দলকে ধাওয়া দেয়।’
পরিদর্শক আরিফুর আরো জানান, গণপিটুনিতে ঘটনাস্থলেই সাতজন নিহত হয়। বাজারের আশপাশ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে আরো একজনের মৃত্যু হয়। বাকি তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি একটি সংগঠিত ডাকাত দলের কাজ। কেউ একজন বিভিন্ন জেলা থেকে তাদের সংগঠিত করেছিল। নিহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে। এদের মধ্যে একজনের পূর্ণ পরিচয় পাওয়া গেছে। তার একজন আত্মীয় এসে সেটি জানিয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে পুলিশ আটক করেছে। ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক ও মামামাল পুলিশ থানায় নিয়েছে। কিছু অস্ত্র-শস্ত্রও উদ্ধার করা হয়েছে।
ডাকাতমুক্ত করার ঘোষণা এলাকাবাসীর
এলাকাবাসী জানান, আড়াইহাজারে ডাকাতির ঘটনা মাঝেমধ্যেই ঘটে। এর আগেও এখানে এ ধরনের ডাকাতির ঘটনা ঘটেছে। গণপিটুনির ঘটনাও ঘটেছে। তাঁরা এলাকাকে ডাকাতমুক্ত করার ঘোষণা দেন এবং এ ব্যাপারে পুলিশের সহযোগিতা কামনা করেন।