খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে কাল

খুলনা বিশ্ববিদ্যালয়ের দুইদিনব্যাপী ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও নগরীর রূপসায় কেসিসি উইমেন্স কলেজ উপকেন্দ্রে এ ভর্তি পরীক্ষা হবে।
খুলনা বিশ্ববিদ্যালয় মূল কেন্দ্রে প্রত্যেক স্কুলের অধীন পরীক্ষার্থীদের রোল নম্বর-০০০১ থেকে ৪৩০০ পর্যন্ত এবং কেসিসি উইমেন্স কলেজ উপকেন্দ্রে রোল নম্বর-৪৩০১ থেকে ৬১৬৫ পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান দুদিনের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে সংশ্লিষ্ট সব মহলের সহযোগিতা কামনা করেছেন।
এবার খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য ২৬টি ডিসিপ্লিনে মোট এক হাজার ১১৮টি আসনের বিপরীতে ৩০ হাজার ৯৯৫ শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন। ভর্তি পরীক্ষার সময় ক্যালকুলেটর ছাড়া (প্রযোজ্য ক্ষেত্রে) সব ইলেক্ট্রোনিক ডিভাইস পরীক্ষার হলে আনা নিষিদ্ধ করা হয়েছে।
আগামীকাল প্রথম দিন সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের, দুপুর ২-৩০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জীববিজ্ঞান স্কুলের এবং বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬-৩০টা পর্যন্ত চারুকলা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা হবে।
দ্বিতীয় দিন শনিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কলা ও মানবিক স্কুলের, বেলা ১২টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত সামাজিক বিজ্ঞান স্কুলের এবং বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ভর্তি পরীক্ষা হবে।
এবার ভর্তি পরীক্ষা চলার সময় দুটি ভ্রাম্যমাণ আদালত থাকবেন। ক্যাম্পাসে ফটক দিয়ে পরীক্ষার্থীরা প্রবেশ করবেন এবং আশপাশে তিনটি চেকপোস্ট বসানোর সিদ্ধান্ত হয়েছে। গল্লামারী সেতুর পূর্বপাড় পুলিশবক্স মোড় থেকে জিরোপয়েন্ট পরীক্ষার দুইদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সব যানবাহন চলাচল বন্ধ থাকবে। ভর্তির আসন সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ku.ac.bd) পাওয়া যাবে। এ ছাড়া সংশ্লিষ্ট স্কুলের ডিন অফিস ও ইনস্টিটিউটের পরিচালকের অফিস অথবা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের একাডেমিক শাখায় (পিএবিএক্স-৭২০১৭১-৩/৫১৬১) যোগাযোগ করে জানা যাবে।