‘একটি অপরাধের বিপরীতে আরো বড় অপরাধ হয়েছে’
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পুরিন্দা বাজারে ডাকাত সন্দেহে আটজনকে পিটিয়ে হত্যার ঘটনায় একটি অপরাধের বিপরীতে আরো বড় ধরনের অপরাধ সংগঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) খন্দকার মহিদ উদ্দিন।
আজ শুক্রবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এনটিভি অনলাইনের সঙ্গে এক সাক্ষাৎকারে এসপি এ কথা বলেন। এ সময় তিনি জানান, এ ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ভোরে আড়াইহাজার উপজেলার পুরিন্দা বাজারে ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী হাজি এম এ গফুর মিয়ার গুদামে ‘ডাকাতির’ সময় স্থানীয় জনতা আটজনকে পিটিয়ে হত্যা করে। এ সময় আহত হয় আরো তিনজন। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় রাতেই আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রহমান বাদী হয়ে প্রায় এক হাজার ২০০ অজ্ঞাত লোককে আসামি করে মামলা করেছেন। অপরদিকে হাজি এম এ গফুর মিয়া বাদী হয়ে গণপিটুনিতে সজীব, সাব্বির ও মানিকসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৩-১৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
এ সব তথ্য জানিয়ে নারায়ণগঞ্জের পুলিশপ্রধান বলেন, ‘কেউই আইনের ঊর্ধ্বে নয়। এখানে একটি অপরাধের বিপরীতে আরো একটি বড় অপরাধের জন্ম দেওয়া হয়েছে। তবে মামলায় নিরীহ ও নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়টিও পুলিশের নজরে থাকবে।’
বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে জানিয়ে পুলিশ সুপার আরো বলেন, ‘এখানে অনেক মানুষের অংশগ্রহণ ছিল। সবারই আইনের ব্যাপারে শ্রদ্ধাশীল হওয়া উচিত। এটি চাঞ্চল্যকর মামলা। ফলে খুব গভীরভাবে এই মামলাটি আমাদের পক্ষ থেকে নজরদারি করা হবে।’