বিনা টিকেটে রেলভ্রমণ, ৫৭১ জনকে জরিমানা

ভৈরব রেলওয়ে স্টেশনে রেলে বিনা টিকেটে ভ্রমণকারীদের জরিমানা করা হয়। ছবি এনটিভি
ভৈরবে বিনা টিকেটে রেলে ভ্রমণের দায়ে ৫৭১ জন যাত্রীকে আর্থিক জরিমানা করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে বিশেষ এ অভিযান চালানো হয়।
রেলওয়ের ভৈরব স্টেশন মাস্টার মো. খলিলুর রহমান জানিয়েছেন, রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (পূর্ব) সর্দার শাহাদাৎ আলীর নেতৃত্বে পরিচালিত ওই বিশেষ অভিযানে ভৈরব রেলওয়ে স্টেশনে বিরতি দেওয়া বিভিন্ন আন্তনগর, মেইল ও লোকাল রেলের যাত্রীদের টিকেট পরীক্ষা করা হয়। এ সময় বিনা টিকেটে ভ্রমণের দায়ে ৫৭১ জন যাত্রীকে আটক করে টিকেটের মূল্য বাবদ এক লাখ সাত হাজার ৬০৪ টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়।
ভৈরব রেলওয়ে পুলিশের সহায়তায় পরিচালিত ওই অভিযানে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।