রৌমারীতে জাতীয় পার্টির মতবিনিময় সভা

জাতীয় পার্টিকে গতিশীল ও বেগবান করার লক্ষ্যে কুড়িগ্রামের রৌমারী উপজেলা জাতীয় পার্টি আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা হলরুমে উপজেলা জাতীয় পার্টি এ মতবিনিময় সভার আয়োজন করে।
এতে বক্তব্য রাখেন রৌমারী উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, সদস্য সচিব সাখাওয়াত হোসেন লিপন, জাতীয় পার্টির নেতা নূরুল হক, নুরুল ইসলাম, মনজিল হোসেন, আবদুর রাজ্জাক, সাইফুর রহমান প্রমুখ।
বক্তারা জাতীয় পার্টির নেতাকর্মীদের উজ্জীবিত করে হুসেইন মুহম্মদ এরশাদের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।