আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণায় শুকরানা সমাবেশ

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এ উপলক্ষে কুষ্টিয়ায় শুকরানা সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ রোববার (১১ মে) বিকেলে শহরের পাবলিক লাইব্রেরি মাঠে এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম।
আবুল হাশেম বলেন, ‘আগে নির্বাচন নয়, দ্রুত হাসিনা ও তার দোসরদের দেশে ফিরিয়ে এনে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। দৃশ্যমান বিচার ছাড়া এদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।’
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে ওই শুকরানা সমাবেশে জেলা জামায়াতের নায়েবে আমির মো. আব্দুল গফুর, কেন্দ্রীয় সুরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন, কুষ্টিয়া জেলা জামায়াতের জেনারেল সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়াদ্দারসহ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানান এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্রুত বিচারের দাবি জানান।