মেহেরপুরে শিশু উন্নয়নবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেহেরপুর সদর উপজেলার গুচ্ছগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘শিশুর শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে সিসিজি ও স্থানীয় জনগোষ্ঠীর ভূমিকা’ শীর্ষক তথ্য ও মতবিনিময় সভা।
‘যদি শিশুর শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও সুরক্ষা পেতে চাই তাহলে সংঘবদ্ধ কমিউনিটি চাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল রোববার দুপুর ১২টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়।
শিশু সুরক্ষা সংগঠন ‘সেভ দ্য চিল্ড্রেন’ ও সিসিজির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিসিজির সভাপতি আবুল হাসেম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িপোতা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবদুর রউফ। এ ছাড়াও উপস্থিত ছিলেন সিসিজির সদস্য ও ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।