শিমুলিয়া-কাওরাকান্দি রুটে ফেরি পারাপার শুরু

শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটে ফেরি পারাপার শুরু হয়েছে। আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর আজ সোমবার সকাল ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল সাড়ে ৬টার পর ঘন কুয়াশা পড়তে শুরু করলে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
ফেরি চলাচল স্বাভাবিক হলে অগ্রাধিকার ভিত্তিতে আটকে থাকা যানবাহন ও যাত্রী পারাপার শুরু হয়। সকালে কুয়াশার কারণে মাঝপদ্মায় নৌ-চ্যানেলের বিভিন্ন পয়েন্টে দেড় শতাধিক যানবাহন ও তিন শতাধিক যাত্রী নিয়ে সাতটি ফেরি নোঙর করে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক আবদুল আলীম জানান, কুয়াশার কারণে নৌ-চ্যানেলের মার্কিং বয়া দেখা যাচ্ছিল না। যে কারণে ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সকাল ৯টায় কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু করা হয়।
আবদুল আলীম আরো জানান, কুয়াশার কারণে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট ও মাদারীপুরের শিবচরের কাওরাকান্দি ফেরিঘাট থেকে ছেড়ে যাওয়া সাতটি ফেরি মাঝপদ্মায় নোঙরে রাখা হয়েছে। ফেরিগুলো হচ্ছে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, টাপলু, ক্যামেলিয়া, রামসি, কুসুমকলি, যমুনা, ল্যান্টিং ফেরি। ফেরিগুলোতে শতাধিক যাত্রীবাহী বাস, পণ্যবোঝাই ট্রাক ও যাত্রীবাহী মাইক্রোবাস ছিল।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে শতাধিক পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাসসহ, ছোট-বড় যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে পারাপার শুরু হয়েছে।