গণতন্ত্রের গলা টিপে হত্যা করেছে আ. লীগ : ২০ দল

আওয়ামী লীগ প্রতিবারই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। আজ শুক্রবার বিকেলে ২০-দলীয় জোটের পক্ষে এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
বিবৃতিতে সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রের মোড়কে একদলীয় বাকশাল কায়েমের তৎপরতায় লিপ্ত। দেশের গণতন্ত্রকামী সংগ্রামী জনগণ সর্বকালেই একলীয় একনায়কতন্ত্রকে প্রত্যাখ্যান করেছে।’
এবারও গণতন্ত্রকে শৃঙ্খলামুক্ত করতে জনগণ বদ্ধপরিকর বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। এতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সতর্ক করে দিয়ে বলা হয়, ‘আন্তর্জাতিক আদালতের বিচারের আওতায় পৃথিবীর অন্যান্য গণহত্যাকারী স্বৈরশাসক এবং তার দোসরদের পরিণতির দিকে লক্ষ্য রাখার পরামর্শ প্রদান করছি। জনগণ আপনাদের নারকীয় কর্মকাণ্ডের সকল রেকর্ড সংগ্রহ করেছে।’
‘আইনশৃঙ্খলা বাহিনীকে আন্দোলন দমনে গণহত্যার লাইসেন্স দেওয়ার পর এখন দায়মুক্তির আইন করতে তৎপর হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের যশোরের বাসভবনে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বোমা হামলা করেছে। আমরা এ জাতীয় ঘৃণ্য তৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।' যোগ করেন বিএনপির যুগ্ম মহাসচিব।
বিএনপি এই নেতা আরো বলেন, ‘যে সংসদে ১৫৪ জনই বিনা ভোটে নির্বাচিত, বাকি ১৪৬ আসনে আওয়ামী লীগ ও তার দোষররা মিলেমিশে বাটোয়ারায় নির্বাচিত; এমনকি জনাব এরশাদ সাহেবসহ তাঁর দলের বেশ কয়েকজনকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার পরও জোরপূর্বক নির্বাচিত ঘোষণা করা হয়েছে।’
গত কয়েক সপ্তাহ ধরে বিবৃতির মাধ্যমে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের পক্ষে হরতালসহ বিভিন্ন কর্মসূচির ডাক দিচ্ছেন সালাহ উদ্দিন। এ ছাড়া বিভিন্ন সময় নানা ইস্যুতে নিন্দা ও প্রতিক্রিয়া জানাচ্ছেন তিনি।