নিখোঁজের তিনদিন পর বাবা-ছেলেমেয়ের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ সদর উপজেলার ডিক্রিরচরে বুড়িগঙ্গা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার তিনদিন পর একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে দুই ঘণ্টার ব্যবধানে বাবা, ছেলে ও মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার রাজাপুর ও আলীরটেক এলাকায় বুড়িগঙ্গা নদীতে নিখোঁজ সেলিম ও তাঁর ছেলে ইমনের লাশ ভেসে ওঠে। এর দুই ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে রাজাপুর এলাকায় সেলিমের মেয়ে মৌসুমীর লাশ ভেসে ওঠে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ তিনটি উদ্ধার করে।
এর আগে গতকাল সোমবার বিকেলে ওই দুর্ঘটনায় নিখোঁজ কাদির মিয়ার লাশ উদ্ধার করা হয়।
আজ উদ্ধার হওয়া তিনজনই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদি এলাকার বাসিন্দা। এঁদের মধ্যে মৌসুমী এলাকার জনপ্রিয় বাউলসংগীত শিল্পী ছিলেন।
নারায়ণগঞ্জের বক্তাবলী পুলিশফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক জানিয়েছেন, ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ হওয়া একই পরিবারের তিনজনসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর লাশগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত শনিবার ভোরে সদর উপজেলার ডিক্রিরচরে বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ইঞ্জিনচালিত যাত্রীবাহী একটি ট্রলার ডুবে যায়। এতে একই পরিবারের তিনজনসহ নিখোঁজ হন চারজন। এ ঘটনায় আহত হন আরো ১০ যাত্রী।