কাপাসিয়ায় বাজারে আগ্নিকাণ্ড, পুড়ল ৩০ দোকান

গাজীপুরে কাপাসিয়া উপজেলার টোক বাজারে আজ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি গুদামসহ ৩০টি দোকান পুড়ে গেছে।
আজ বুধবার দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।
urgentPhoto
আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানগুলো ভস্মীভূত হয়ে কয়েক কোটি টাকার ক্ষতি হয় বলে দাবি ব্যবসায়ীদের।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, দুপুরে গাজীপুরের কাপাসিয়ার টোক নয়ন বাজারের একটি লেপ তোশকের দোকানে আগুনের সুত্রপাত হয়। মুহূর্তেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন নিজেদের উদ্যোগে আগুন নিয়ন্ত্র্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে গাজীপুরের দুটি, শ্রীপুর, মনোহরদী ও কিশোরগঞ্জ থেকে একটি করে মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনের খবর পেয়ে কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিছুর রহমান, কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ ঘটনাস্থলে যান।