তিতাস গ্যাসের ২৫ নম্বর কূপের খননকাজের উদ্বোধন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/12/17/photo-1450353450.jpg)
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসের ২৫ নম্বর কূপের খননকাজের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পেট্রোবাংলার পরিচালক অপারেশন জামিল আহাম্মেদ আলীম এ কাজের উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
এ সময় বিজিএফসিএলের দেওয়া সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, কূপটির খননকাজ আগামী তিন মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। খননকাজ শেষ হলে দৈনিক প্রায় ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও সরকারের অর্থায়নে ৪৮০ কোটি টাকা ব্যয়ে চীনের সরকারি প্রতিষ্ঠান সিনো পেক ইন্টারন্যাশনাল পেট্রলিয়াম সার্ভিস করপোরেশন খননকাজ করছে। এই প্রকল্পের আওতায় আরো তিনটি কূপ খনন করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিতাস গ্যাস ক্ষেত্র থেকে বর্তমানে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৫২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবারহ করা হয়। কূপটির কাজ শেষ হলে তা দৈনিক ৫৪৫ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে। এবং বিজিএফসিএলের মোট উৎপাদনের পরিমাণ দাঁড়াবে দৈনিক ৮৪৫ মিলিয়ন ঘনফুট।
এ সময় বাপেক্স, বিজিএফসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।