কালিয়াকৈরে ট্রাকচাপায় যুবক নিহত

গাজীপুরের কালিয়াকৈরে শনিবার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম রানা আহমেদ (২৪)। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চকখোলা গ্রামের আহসান উল্লাহ হকের ছেলে।
কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ খান জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈরের চন্দ্রা মোড় এলাকার একটি ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে তেল নিয়ে রানা সড়কে উঠছিলেন। এ সময় টাঙ্গাইলগামী একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই রানা নিহত হন।