মাগুরায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মাগুরা সদর হাসপাতালে পড়ে আছে মোটরসাইকেল আরোহী জিয়া মণ্ডলের লাশ। ছবি : এনটিভি
মাগুরা সদর উপজেলার মঘীর ঢাল নামক স্থানে শনিবার সন্ধ্যায় ট্রাকের চাপায় জিয়া মণ্ডল (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত জিয়া মণ্ডল সদর উপজেলার রাজীবের পাড়া গ্রামের আশরাফ মণ্ডলের ছেলে।
মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায় জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাগুরা-যশোর মহাসড়কের মঘীর ঢাল নামক স্থানে যশোর থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এরপর মোটরসাইকেল আরোহীকে মাগুরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।