দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এ বছর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ রোববার সকাল ৯টায় উপজেলায় ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
শ্রীমঙ্গলের আবহাওয়া পর্যবেক্ষণ সূত্রে জানা যায়, আজ সকাল ৯টায় আবহাওয়া মাপার যন্ত্রে উপজেলার তাপমাত্রা রেকর্ড হয় ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় রেকর্ড হয় ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গলের আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হারুন অর রশিদ জানান, এটি এ বছর শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা এবং একই সঙ্গে এটি এ মৌসুমে দেশেরও সর্বনিম্ন রেকর্ড। এর আগে গত ১৬ ডিসেম্বর নওগাঁর বদলগাছি আবহাওয়া অফিসের তাপমাত্রা নির্ণয় যন্ত্রে রেকর্ড হয়েছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
রশিদ আরো জানান, শ্রীমঙ্গলের এ সর্বনিম্ন তাপমাত্রা আরো কয়েকদিন থাকতে পারে। এদিকে হঠাৎ করে ৯ ডিগ্রি থেকে ২ ডিগ্রি নিচে নেমে যাওয়ায় শ্রীমঙ্গলের মানুষ ও পর্যটকরা পড়েছেন তীব্র শীতের কবলে।